চাঁদপুর : চাঁদপুর শহরের রহমতপুর এলাকার ভূঁইয়া বাড়িতে তিন সন্তানের জননী কোহিনূর বেগম (৪৩) কে গলা কেটে খুন করা হয়েছে।
রোববার সকাল পর্যন্ত এই খুনের নেপথ্য কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় কাউন্সিলর ডিএম শাহজাহান শীর্ষনিউজকে জানান, কোহিনূর শহরের রহমতপুর আবাসিক এলাকার আবদুল মান্নান খানের স্ত্রী। বাসা প্রতিক্ষা, নাম্বার ৯০। তার রিপন, শিপন ও তানজিল নামের তিন ছেলে রয়েছে। স্বামী আবদুল মান্নান সৌদি প্রবাসী।
স্থানীয়রা জানায়, ভূঁইয়া বাড়ির নয়ন বেগমের একতলা পাকা ভবনের একটি ফ্লাটে গলা কেটে গুরুতর আহত করা হয় কোহিনূরকে। মৃত্যু নিশ্চিত হলে লাশ উপর করে ঘরের উত্তর পশ্চিম কোনের কক্ষের খাটের নিচে চাদর মুড়িয়ে ফেলে রাখা হয়।
পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১১টা পর্যন্ত) খুনের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন পিপিএম খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, কি কারণে কোহিনূর খুন হয়েছে তা এখনো নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান