জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে ছিনতাই হওয়া ধান বোঝাই ট্রাক ও ধান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আজিজুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ছিনতাই হওয়া ট্রাক ও ধান উদ্ধার করা হয় এবং আজিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১টার দিকে পাঁচবিবির বিনধারা থেকে ক্রয়কৃত ২৭০ বস্তা ধান নিয়ে নওগাঁর উদ্দেশে ঢাকা মোট্রো-ট ১৮-৪১২২ নম্বরের ট্রাকটি রওনা দেয়। ট্রাকটি পাঁচবিবি উপজেলার পাঁচবিবি উচাঁই সড়কের বাঙ্গালদহ এলাকায় পৌঁছলে ব্যারিকেড দিয়ে ট্রাকের চালক ও হেলপারকে মারপিট করে নেমে দিয়ে দুর্বৃত্তরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। কালাই উপজেলার মোলামগাড়ি বাজারে প্রিন্স চৌধূরীর চাতালে ৭০কেজি ওজনের ২৭০ বস্তা ধান বিক্রি করে দুর্বৃত্তরা ট্রাকটি নিয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের ফাঁসিতলা নামক স্থানে ট্রাকটি ফেলে যায়। কালাই থানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে কালাই উপজেলার কাদিরপুর গ্রামের আজিজুল ইসলামকে মোলামগাড়ি বাজার থেকে বৃহস্পতিবার বিকেলে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা ধানের ট্রাকের চালানও পাওয়া গেছে। এছাড়া সে পুলিশের কাছে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ছিনতাই হওয়া ওই ট্রাক ও ধানের মালিক পাঁচবিবি’র ডুগডুগি বাজারের আলহাজ আব্দুল ওহাব মোল্লার বলে জানা গেছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কালাই থানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে কালাই উপজেলার কাদিরপুর গ্রামের আজিজুল ইসলামকে মোলামগাড়ি বাজার থেকে আজ বিকেলে আটক করে। সে পুলিশের কাছে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান