ডেস্ক : আত্মঘাতী গাড়িবোমা হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে অন্তত ৬০ জন।
শনিবার কাবুলের একটি বেসরকারি হাসপাতালের কাছে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
আফগান পুলিশের বরাত দিয়ে বিবিসি বলেছে, ন্যাটোর গাড়িবহর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।
হামলায় ৯ আফগান ও এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
ন্যাটোর এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, হামলায় তাদের তিন কন্ট্রাক্টর নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি। আলজাজিরার খবরে তিন ন্যাটো কন্ট্রাক্টরসহ ১২ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে।
তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে নতুন নেতা নির্বাচনের পর থেকে দেশটিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে তালেবান বিদ্রোহীরা।
সূত্র: বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান