নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে জলদস্যু কালাম ওরফে কাউয়া কালাম বাহিনীর হামলায় নিহত আলাউদ্দিন (৩৫) মাঝির কবর থেকে ৪৮ দিন পর আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য মরদেহ উত্তোলন করা হয়েছে।
শনিবার বিকেলে সুবর্ণচর উপজেলার চরমজিদ গ্রামে পারিবারিক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পালের উপস্থিতিতে নিহত আলাউদ্দিনের মরদেহ উত্তোলন করা হয়।
চরজব্বার থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, গত ৫ জুলাই হাতিয়ার মেঘনা নদীতে জলদস্যু কালাম বাহিনী মাছধরা নৌকায় হামলা চালিয়ে ১৬ জেলেকে জিম্মি করে এবং নৌকার মাঝি আলাউদ্দিনকে কুপিয়ে ও গুলি করে নদীতে ফেলে দেয়। এর তিনদিন পর চট্টগ্রামের সন্দ্বীপ থেকে স¦জনরা আলাউদ্দিনের মরদেহ উদ্ধারের পর দাফন সম্পন্ন করে। এ ব্যপারের নোয়াখালী ও চট্টগ্রামের কোন থানা মামলা নিতে রাজি না হওয়ায় লাশের ময়নাতদন্ত হয়নি।
গত ১৭ জুলাই নিহত আলাউদ্দিন মাঝির ভাই আনোয়ার বাদি হয়ে সন্দ্বীপ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সঠিক তদন্তের স্বার্থে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে চরজব্বর থানার সহযোগিতায় নিহতের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান