চাঁদপুর : চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মধ্য কলাদি এলাকায় ভুল টিকা দেয়ায় সামিয়া (৪৫দিন) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।
শুক্রবার ভোর রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে টিকা দেয়া হয়।
শিশুটির পিতা জানান, ‘জন্মের ৪৫দিন পর নিয়মিত টিকা দেয়ার জন্য হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের কর্তব্যরত স্টাফ নার্স রাশেদা বেগম টিকা দেয়ার পরে বাড়িতে নিয়ে যাই। রাত আনুমানিক ৩টার দিকে শিশুটির কোন নড়া চড়া না দেখে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হই। বিষয়টি জানা জানি হলে থানা পুলিশ খবর পায়। শুক্রবার দুপুরে ওসি থানায় যাওয়ার জন্য বললে পুরো ঘটনা তাকে জানানো হয়।’
এই বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, শিশু সামিয়াকে টিকা দেয়া হয়েছে সত্য। কিন্তু টিকার কারণে মৃত্যু হয়েছে এমন অভিযোগ তার পিতা মাতা কোন নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে রাজি হয়নি। তবে ঘটনাটি জানার জন্য শুক্রবার দুপুরে চাঁদপুর থেকে সিভিল সার্জন ডা. যথিন্দ্রনাথ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুব ওই শিশুর বাড়িতে গিয়েছেন।
চাঁদপুর সিভিল সার্জন ডা. যথিন্দ্রনাথ মজুমদার জানান, ‘শিশুটিকে যে টিকা দেয়া হয়েছে, সে টিকা ভুল টিকা হতে পারে। এই বিষয়ে তদন্ত করার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবকে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান