বাংলার খবর২৪.কম,যশোর : বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, আইনশৃংখলা বাহিনীর সদস্যরা খুন গুমে জড়িয়ে পড়েছে। তাদের বিচার না হওয়ায় দেশে খুন গুমের সংখ্যা বেড়েই চলেছে। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শনিবার সকালে যশোর বিএনপি আয়োজিত মাননবন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
শহরের দড়াটানা থেকে চিত্রামোড় পর্যন্ত মানববন্ধন কর্মসূচীতে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি পৌর মেয়র মারুফুল ইসলাম, জেলা জাগপা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন অমিত প্রমুখ উপস্থিত ছিলেন।
তরিকুল ইসলাম বলেন, সরকারের পৃষ্টপোষকতায় আইনশৃংখলা বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। সরকার ক্ষমতায় টিকে থাকতে আইনশৃংখলা বাহিনীকে ব্যবহার করছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আকড়ে আছে। সরকার চাপা ও চুপার জোরে ক্ষমতায় টিকে আছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান