ডেস্ক : সামান্যের জন্য হত্যাপ্রচেষ্টা থেকে প্রাণে বেঁচে গেছেন আফগানিস্তানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আব্দুর রশিদ দোস্তাম। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবান সন্ত্রাসীরা তাকে হত্যার এ প্রচেষ্টা চালায়।
শুক্রবার ফারিয়াব প্রদেশের কায়জার মহাসড়ক পার হওয়ার সময় তার গাড়িবহরে হামলা চালায় তালেবানরা। তবে দোস্তামের দেহরক্ষীরা আট তালেবানকে হত্যা করে এবং অন্তত এক ডজনকে ধরে ফেলে। দোস্তাম ছিলেন সাবেক সামরিক জেনারেল এবং হামলার সময় তিনি সেনাবাহিনীর পোষাকই পরা ছিলেন।
গত কয়েক সপ্তাহ ধরে দোস্তাম তালেবান-বিরোধী অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন। তার বাহিনী এরইমধ্যে বহু তালেবান এবং আইএসআইএল সন্ত্রাসীকে হত্যা করেছে। দোস্তামের ঘনিষ্ঠ সহযোগীরা তাকে হত্যাপ্রচেষ্টার জন্য পাকিস্তানের সেনা গোয়ন্দা সংস্থা আইএসআই-কে দায়ী করেছেন।
এর আগে, গত মার্চ মাসে জেনারেল আবদুর রশিদ দোস্তামকে হত্যার চেষ্টা চালানো হয় তবে সে প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছিল। আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় তিনি সেনাবাহিনীর জেনারেল ছিলেন এবং ১৯৯০ এর দশকে তালেবানদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান