ডেস্ক : মার্কিন বিমান হামলায় ইসলামিক স্টেটের(আইএস) উপ-প্রধান ফাদিল আহমাদ আল-হায়ালি নিহত হয়েছে। হায়ালি হাজী মুতাজ নামে পরিচিত ছিলেন।
হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে গত মঙ্গলবার ইরাকের মাসুলে হায়ালির গাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।
যুক্তরাষ্ট্র বলেছে, নিহত ওই ব্যক্তি প্রাথমিকভাবে ইরাক ও সিরিয়ার মধ্যে বড় ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, যানবাহন এবং জনগণের চলাচলের সমন্বয়ের দায়িত্ব পালন করতেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের নেড প্রাইস এক বিবৃতিতে জানান, গত দুবছর ধরে আল-হায়ালি অভিযান পরিচালনার পরিকল্পনার অপরিহার্য অংশ ছিলেন। ২০১৪ সালে মসুলে অভিযানের সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিলো।
সূত্র : বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান