বগুড়া: জমি নিয়ে বিরোধে বগুড়ার শাজাহানপুরে বড় ভাই মকবুল হোসেনের (৪৮) কুড়ালের আঘাতে ছোট বোন জুলেখা বেগম (৪০) নিহত হয়েছেন।
শুক্রবার বাদ জুমা উপজেলার মাদলা পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, লুটু ফকিরের এক ছেলে ও এক মেয়ে। বৃদ্ধ বয়সে তাকে দেখাশোনা করার জন্য ছেলেকে না জানিয়ে তার বিবাহিত মেয়ে জুলেখা বেগমকে ১৭ শতক আবাদি জমি লিখে দেন। বিষয়টি ছেলে মকবুল হোসেন জানতে পেরে শুক্রবার দুপুর ২টার দিকে বাবাকে খাবার খাওয়াতে সে বাড়িতে আসে। এ সময় বড় ভাই মকবুলের সঙ্গে জুলেখা বেগমের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে বড় ভাই মকবুল কুড়াল দিয়ে জুলেখা বেগমের মাথায় আঘাত করেন। গুরুতর আহতাবস্থায় জুলেখা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে মারা যান।
ঘটনার পর মকবুল হোসেন পলাতক রয়েছেন বলে জানান ওসি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান