ঢাকা: দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির অভিযান চালিয়ে ৩টি দেশী তৈরি পাইপগান, ১৫টি ককটেল ও ১৫টি পেট্রল বোমা এবং ২হাজার ৪৩৭ বোতল ফেনসিডিল, বিয়ার ও বিদেশী মদ উদ্ধার করেছে।
বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা এক বার্তায় জানান, শুক্রবার ভোর রাতে রাজশাহীর আলাইপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার।
এছাড়া বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপর আক্রমণের চেষ্টা করলে আত্মরক্ষার্থে বিজিবি ৫রাউন্ড ফাঁকা ফায়ার করে। এতে কেউ হতাহত হয়নি।
শুক্রবার ভোরে কক্সবাজারের টেকনাফের বকেরচরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪৪ বোতল মদ ও ৪৬৬ ক্যান বিয়ার উদ্ধার। আর বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও এর গিরাগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫বোতল ফেনসিডিল ও ১টি প্রাইভেট কারসহ ৪ জন মাদকাসক্তকে আটক করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান