রাজশাহী : মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়ানোয় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩৭ সদস্যকে বদলি করা হয়েছে।
শুক্রবার মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজউদ্দিন আহম্মেদ’র আদেশে তাদের এ অভ্যন্তরীণ বদলি করা হয়।
আরএমপির নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, আরএমপির ওই ৩৭ সদস্য নগর পুলিশের গোয়েন্দা শাখা ও বিশেষ শাখাসহ নগরীর চার থানায় কর্মরত ছিলেন। কনস্টেবল ছাড়াও এদের মধ্যে বেশ কয়েকজন উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শকও রয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় আরএমপির অতিরিক্ত কমিশনার সরদার তমিজউদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বদলি হওয়া ওই পুলিশ সদস্যরা দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে কর্মরত। তাই নিয়মিত বদলির অংশ হিসেবে তাদের ওই বদলি করা হয়েছে।
অপরাধে জড়ানোর বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, এর মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করছে। তবে অপরাধমূলক কাজে জড়িত নন তারা।
এর আগে গত ৮ আগস্ট মহানগর গোয়েন্দা পুলিশের ৫ জন কনস্টেবল ও শাহ মখদুম থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশীদকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। দায়িত্বে অবহেলাসহ অপরাধে জড়ানোয় তাদের ক্লোজড করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান