সৌদি আরব : মদীনায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশী হজ পালনকারী (ইন্না লিল্লাহে রাজেউন)।
বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়তে মসজিদে নববীতে যাওয়ার পথে গাড়ি চাপায় প্রাণ হারান তিনি। বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি গাড়ির নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সৌদিতে অবস্থিত বাংলাদেশি হজ মিশনের কর্মকর্তা মঈনউদ্দিন জানিয়েছেন, নিহত হজযাত্রীর নাম মোহাম্মদ আম্বর আলীর (৫২)। তিনি দিনাজপুরের চিরির বন্দর এলাকার বাসিন্দা। সরকারিভাবে তিনি হজ করতে এসেছিলেন। তার পাসপোর্ট নং- বি.ই.-০২৪৬১৫৯। হজ আইডি নং- ৯৯৬২৮৮৩। তাকে নিয়ে সৌদি আরবে দুজন বাংলাদেশি হাজীর মত্যুর ঘটনা ঘটেছে।
এর আগে গত ১৮ই আগস্ট ঢাকা শাহজাহানপুরের মীর লিয়াকত আলী (৬১) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। তিনি ১৭ই আগস্ট তাজ ট্যুরস এন্ড ট্রাভেলস নামক এজেন্সির মাধ্যমে হজ পালনে এসেছিলেন। তাঁর পাসপোর্ট নম্বর বি এফ০২৫৮৫২০।
ঘটনার বিবরণে প্রকাশ, পবিত্র ওমরা আদায় করার পরপরই হেরেম শরীফে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সাথে সাথেই কাফেলার অন্য মুসল্লীরা লিয়াকত আলীকে হেরেম শরীফের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।