বাংলার খবর২৪.কম,লক্ষিপুর: মোটরসাইকেল চুরির মামলায় লক্ষিপুর জেলা কারাগারে বন্দি এক আসামিকে নির্যাতনের অভিযোগে জেল সুপার মাহবুবুল আলম ও জেলার জয়নাল আবেদিনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার নিজের মামলার হাজিরা দিতে লক্ষিপুর জেলা ও দায়রা জজ আদালতে গিয়ে ‘নির্যাতনের শিকার’ আসামি সুমন নিজেই বাদী হয়ে মামলাটি করেন।
মামলার অপর দুই আসামি হলেন‑ কারাগারের জমাদার আবু তাহের ও আরপি মো. কাউছার।
লক্ষিপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল বাছিদ মামলাটি আমলে নিয়ে বাদী সুমনের শারীরিক পরীক্ষা করে জেলা সিভিল সার্জনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
একইসঙ্গে আগামী সাতদিনের মধ্যে মামলার আসামিদের বক্তব্য আদালতে দাখিলের আদেশ দিয়েছেন বলে সুমনের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওয়াহব প্রাইমনিউজকে জানান।
মামলার অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে লক্ষিপুর জেলা কারাগারে বন্দিদের সঙ্গে খারাপ আচারণ, টাকার জন্য চাপ প্রয়োগ ও নিম্নমানের খাবার পরিবেশন করে যাচ্ছে জেলারসহ কারারক্ষীরা।
এর প্রতিবাদ করায় গত শুক্রবার দুপুরে কারাগারের জমাদারের রুমে নিয়ে জেল সুপার মাহবুবুল আলম, জেলার জয়নাল আবেদিনের সহযোগিতায় জমাদার আবু তাহের ও আরপি কাউছার রোল দিয়ে সুমনকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে শারীরিক নির্যাতন চালায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান