ডেস্ক: মলায়েশিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রমোদ চন্দ্র বর্মন নামের এক বাংলাদেশি খুন হয়েছেন।
বুধবার রাতে জহুরবালু শহরের চিনাই এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রমোদ গাজীপুরের কাপাসিয়ার সাফাইশ্রীর এলাকার মৃত নিপু চন্দ্র বর্মনের একমাত্র ছেলে। বাড়ির একমাত্র উপার্জনকারী ছেলেকে হারিয়ে বৃদ্ধ মা ও পরিবারের লোকজন এখন বাকরুদ্ধ। বাড়িতে চলছে শোকের মাতম।
জানা গেছে, প্রমোদ চন্দ্র বর্মন চাকুরি নিয়ে ৮ বছর আগে মালয়েশিয়ায় যান। এরপর থেকে তিনি মালয়েশিয়ার জহুরবালু শহরের ইভা প্লাস নামের একটি কোম্পানীতে কাজ করে আসছিলেন। দীর্ঘ ৮ বছরে প্রমোদ কখনো বাংলাদেশে আসেননি। দুই মাস পরে তার বাংলাদেশে আসার কথা ছিল।
মালয়েশিয়া প্রবাসী সুমন জানান, প্রমোদ এই মাসের বেতন পেয়ে বুধবার দিবাগত রাতে জহুরবালু শহরের চিনাই এলাকার একটি ব্যাংক থেকে এটিএম কার্ডের মাধ্যমে টাকা উত্তোলণ করেন। ব্যাংকের কাজ শেষে বাসায় ফেরার পথে একদল তামিল ছিনতাইকারী পথরোধ করে ব্যবহৃত এটিএম কার্ড, মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় তার সঙ্গে থাকা আরেক বাংলাদেশি দৌঁড়ে বাসায় এসে অন্যদের জানায়। প্রমোদ ধস্তাধস্তি করায় ছিনতাইকারীদল তাকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে মাটিতে ফেলে চলে যায়। খবর পেয়ে মালয়েশিয়া পুলিশ আহত প্রমোদকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
তিনি জানান, আগামী মঙ্গলবার এজেণ্টের মাধ্যমে প্রমোদের লাশ বাংলাদেশে পাঠানো হবে।
প্রমোদের বয়োবৃদ্ধা মা, স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রয়েছে।
প্রমোদের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ''বাবারে আমার ছেলেটা টাকার জন্য মালয়েশিয়া গেছিল। ওই দেশেও ছিনতাইকারী আছে! এতদিন জানতাম আমাগো দেশে এসব হয়।''
কাপাসিয়া ইউপি সদস্য গোলাম ছান্দানী জানান, প্রমোদ তার পরিবারের একমাত্র ছেলে সন্তান ছিলো। তাকে হারিয়ে তার পরিবার এখন উপায়হারা হয়েছ
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান