ঢাকা: আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে ৩৫তম বিসিএস এর লিখিত পরীক্ষা।
এজন্য পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজধানীর ১৫টি কেন্দ্রে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পরীক্ষা কেন্দ্রের ভেতরে ও বাইরের আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া ১৫ জন কর্মকর্তা ১ সেপ্টেম্বর রাজধানীর ১৫টি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
কেন্দ্রগুলো হলো- মোহাম্মদপুর শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকমিয়া অ্যাভিনিউ সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলানগর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়, আজিমপুর গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মিরপুর-১, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ সেকশন-২, ঢাকা কলেজ, ধানমন্ডি গভ:বয়েজ হাইস্কুল ধানমন্ডি, তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল তেজগাঁও, পূর্ব শেওড়াপাড়া হাজী আশ্রাফ আলী হাইস্কুল এবং তেজগাঁও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ফার্মগেট।
জানা গেছে, এবার ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে চার ঘণ্টা, আর ১০০ নম্বরের পরীক্ষা হবে তিন ঘণ্টাব্যাপী। লিখিত পরীক্ষায় গড় পাস নম্বর ন্যূনতম ৫০ শতাংশ। কোনো প্রার্থী ৩০ নম্বরের কম পেলে তিনি উক্ত বিষয়ে কোনো নম্বর পাননি বলে গণ্য হবে।
পরীক্ষা কেন্দ্রে বই- পুস্তক, ব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেকট্রনিক যোগাযোগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার হল গেটে পরীক্ষার্থীদের তল্লাশি চালানো হবে। এ ধরনের কোনো ডিভাইস পাওয়ার গেলে তার প্রার্থিতা বাতিল করবে পিএসসি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান