নোয়াখালী : লিবিয়া থেকে সাগর পথে ইতালি যাওয়ার সময় জাহাজ ডুবে নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের অমরপুর গ্রামের আশরাফুল আমিন জসিম নামের এক যুবক।
বৃহস্পতিবার দুপুরে জসিমের বড় ভাই আলিম আল রাজু জানান, গত এক বৎসর পূর্বে জসিম চাকুরি নিয়ে লিবিয়ায় যায়। আর্থিক সচ্ছলতার জন্য জীবনের ঝুঁকি নিয়ে জসিম সাগরপথে ইতালি যাওয়ার পরিকল্পনা করে। গত ৩ আগস্ট জসিম সর্বশেষ মোবাইলে তার মায়ের সাথে কথা বলে। এর পর থেকে জসিমের আর কোন খোঁজ পাওয়া যায়নি।
জসিমের সঙ্গে থাকা চাটখিল উপজেলার সোমপাড়া গ্রামের সবুজ নামের এক যুবক গত ৬ আগস্ট মোবাইল ফোনে জসিমের স্বজনদেরকে জানায়, গত ৪ আগস্ট গভীর রাতে জসিম ভূ-মধ্য সাগরে একটি জাহাজে করে লিবিয়া থেকে ইতালির পথে রওনা হয়। এর পর থেকেই জসিম নিখোঁজ হয়।
উল্লেখ্য, গত ৪ আগস্ট গভীর রাতে ভূ-মধ্য সাগরে ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে যায়। পরে ইতালিয়ান কোস্টগার্ড তাদের মধ্যে ৩শতাধিক যাত্রীকে জীবিত উদ্ধার করে। এদিকে ১৬দিন অতিবাহিত হলেও সন্তানের কোন খবর না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার মা, স্ত্রী ও সন্তানসহ পরিবারের লোকজন। বর্তমানে তাদের পরিবারের সবাই শোকে কাতর হয়ে পড়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান