ঢাকা: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়’র প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে বেগম খালেদা জিয়া শুভ্রা মুখোপাধ্যায়’র প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। শোক বার্তায় স্বাক্ষর করেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
খালেদা জিয়া বলেন, শুভ্রা মুখোপাধ্যায় এর প্রয়াণে ভারতের জনগণের মতো তিনিও শোকাভিভূত। বাংলাদেশের নড়াইল জেলার কন্যা শুভ্রা মুখোপাধ্যায় ভারতের কিংবদন্তীতুল্য রাজনীতিক ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এর স্ত্রীর পরিচয়ের বাইরেও তিনি একজন চিত্র শিল্পী ও সুলেখিকা হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। তাঁর লেখা দু’টি বই ‘চোখের আলোয়’ এবং ‘চেনা অচেনায় চিন’ পাঠক প্রিয়তা পেয়েছিল।
আমরা অনেকেই জানি, শুভ্রা মুখোপাধ্যায় জীবদ্দশায় একজন প্রতিথযশা আবৃত্তিকারও ছিলেন। রবীন্দ্র সংগীতেও তাঁর পারদর্শিতার কথা সুবিদিত। এই শোকের মুহূর্তে ভারতের জনগণের সঙ্গে আমরাও একাত্মতা প্রকাশ করছি।
শোক বার্তায় ‘খালেদা জিয়া ভারতের রাষ্ট্রপতি, তাঁর পরিবার, শুভানুধ্যায়ী ও ভারতীয় জনগণের প্রতি ব্যক্তিগত ও দলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান এবং প্রয়াত শুভ্রা মুখোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করেন।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান