ঢাকা: র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে আজিম উদ্দিন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, র্যাব-১, উত্তরা, ঢাকার লেঃ কমান্ডার কাজী মোঃ শোয়াইব (সি) বিএন এর নেতৃত্বে মঙ্গলবার বিকেলে জয়দেবপুর থানা এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানার হাজীপাড়া এলাকা থেকে মোঃ আজিম উদ্দিন(৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃ আজিমের বাবার আক্কাস আলী, কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে তাদের বাড়ি। এসময় তার কাছ থেকে চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান