ঢাকা: মত প্রকাশে বাধা দিলে সংকট আরো বাড়বে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, আমি বিএনপির লোক নই। এখানে আমার সঙ্গে যারা উপস্থিত হয়েছেন তারা বিএনপিকে কেউ চাঁদাও দেয় না। তারপরও সরকার আমাদেরকে বাধা দিচ্ছে। সরকার আমাদের স্বাধীন ভাবে কথা না বলতে দিলে সমস্যা আরো বাড়বে।
মঙ্গলবার বেলা সোয়া ১১টায় পান্থপথ এলাকার সামুরাই কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে এসে তিনি এসব কথা বলেন।
পুলিশি বাধার কারণে অনুষ্ঠানটি করতে পারেনি এমন দাবি করে এমাজউদ্দীন বলেন, আমরা সরকারের বিরুদ্ধে কথা বলতে আসি নাই। ২৮ এপ্রিল সিটি নির্বাচনে যে সব অনিয়ম-কারচুপি হয়েছে তার তথ্য তুলে ধরতে এসেছি। আজ হোক কাল হোক এদেশে নির্বাচন হবে। গত নির্বাচনের ভুল গুলো জানতে পারলে আগামী নির্বাচনে সরকার আর সে ভুল করবে না এ জন্য আমাদের এই আয়োজন।
তিনি বলেন, আমরা কলা বাগান থানাকে আগে অবহিত করেছি। তারা আমাদের নিষেধ করেনি। হঠাৎ করে আমাদের হল রুম বন্ধ করে দিয়েছে। এটা কোন ভদ্রচিৎ কাজ নয়। আমাদের অনুষ্ঠান না করতে দিয়ে মস্ত বড় কাজ হয়ে গেল এমন ভাবার কারণ নেই।
এই বুদ্ধিজীবী বলেন, আমাদের অন্য কোন অভিযোগ ছিল না। আমি একজন শিক্ষক। এরপরও কেন আমাকে আটকে দেয়া হলো? এটা মস্ত বড় একটি ভুল।
অনুষ্ঠানের জন্য কোন অনুমতি নেয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ঘরোয়া অনুষ্ঠানের জন্য অনুমতির প্রয়োজন হয় না তারপরও আমরা কলাবাগান থানাকে অবহিত করেছি। তারা আমাদেরকে মৌখিক অনুমতি দিয়েছিল।
তিনি বলেন, কোনো অভিযোগ করতে আসিনি। সরকার বিরোধী কোন কথা বলতে আসিনি। আমাকে আটকে দিলে সব কিছুর সমাধান হয়ে যাবে এটা ভাবার কিছু নেই।
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, অনুষ্ঠান করতে না দিলে আমাকে একটা ফোন করে জানিয়ে দিলেই হতো। কিন্তু অনুষ্ঠানস্থলে আসার পর বাধা দেয়াটা দুর্ভাগ্যজনক।
এসময় সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি ।
এই সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান