কুমিল্লা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কুমিল্লা জুডিশিয়াল ৫নং আমলি আদালত। হাইকোর্টে নির্দেশে মঙ্গলবার সকাল ১১ টায় তিনি আত্মসমর্পণ করতে আদালতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এম কে আনোয়ারের আইনজীবী এড. বদিউল আলম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,চলতি বছরের কুমিল্লা চৌদ্দগ্রামের গাড়ী পোড়ানোর জি আর ৫১ এবং ৫২ মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।হাইকোর্টের নির্দেশে তিনি নিম্ম আদালতে আত্বসমর্পণ করলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কুমিল্লা কোর্ট ইন্সপেক্টর সুভ্রত ব্যানাজী শীর্ষ নিউজকে জানান,গাড়ী পোড়ানোর ২টি মামলায তাকে কারাগারে পাঠানো হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান