মানিকগঞ্জ: চাঁদাবাজির প্রতিবাদে পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে মঙ্গলবার বিকেল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনই দৌলতদিয়া ঘাটে সরকার দলীয় ও স্থানীয় প্রভাবশালীরা এসে কাউন্টারে চাঁদাবাজি করায় অতিষ্ঠ হয়ে শিবালয় লঞ্চ মালিক সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়।
অপরদিকে ঘাটে লঞ্চ চলাচল বন্ধের পর থেকে যাত্রী এ নৌ-পথের ফেরিতে নদী পারাপার হচ্ছেন। এতে লঞ্চের চেয়ে ফেরিতে নদী পার হতে প্রায় আধা-ঘণ্টা সময় বেশি লাগছে। ফলে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান