সিলেট : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের তারিখ আবারও পেছানো হয়েছে। এ নিয়ে ৭ম বারের মত পেছানো হলো চার্জ গঠন। আদালত আগামী ২৫ আগস্ট চার্জ গঠনের নতুন তারিখ নির্ধারণ করেছেন।
আদালত সূত্র জানায়, আজ মঙ্গলবার ছিল এ মামলার চার্জ গঠনের জন্য ধার্য তারিখ ছিল। কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে আদালতে হাজির না করায় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান মামলার চার্জ গঠনের নতুন তারিখ নির্ধারণ করেন। পাশপাশি ওই তারিখে আরিফুল হক চৌধুরীকে আদালতে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
সূত্র জানায়, চার্জ গঠনের জন্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৩ জন আসামী আদালতে হাজির ছিলেন।
এর আগে গত ২১ জুন , ৬ ,১৪, ২৩ জুলাই ,৩ ও ১০ আগস্ট এ মামলার চার্জ গঠনের তারিখ ছিল। কিন্তু, সকল আসামীকে আদালতে হাজির না করায় চার্জ গঠনের তারিখ পেছানো হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আবদুল মজিদ খান বাদি হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা করেন।