রাবাত: মরক্কোর বিমান বাহিনীর মিরেজ এফ ওয়ান বিমান ঝাঁক বেঁধে উড়ে চলা পাখির সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
মরক্কোর রয়্যাল আর্মড ফোর্সের বিবৃতির উদ্ধৃতি দিয়ে একটি বার্তা সংস্থা এ কথা জানিয়েছে।
এতে বলা হয়, প্রশিক্ষণের কাজে থাকা বিমানটি সোমবার বড়ো বড়ো পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা খেয়ে সিদি ম্লিম্যান বিমান ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
এর আগে মে মাসে ইয়েমেনে দেশটির এফ-১৬ বিমান বিধ্বস্ত হলে একজন পাইলট প্রাণ হারায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান