কক্সবাজার : মহেশখালীতে খালাস হওয়া বিশাল ইয়াবার চালান নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনায় পুলিশ বড় মহেশখালীর মুন্সিরডেইল ও পৌরসভার সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মহেশখালী পৌর মেয়র ও তার আত্মীয় সালাউদ্দিনের বাড়ি থেকে ৫ জনকে গ্রেফতার করেছে। এ সময় জব্দ করা হয়েছে একটি কার।
গ্রেফতারকৃতরা হলো- ওই এলাকার মৃত: গিয়াস উদ্দিনের পুত্র মো: মিসকাত সিকদার, মৌলানা লোকমানের পুত্র মো: আরিফ, আবুবক্কর, ময়মনসিংহের তারাকান্দ এলাকার মৃত আব্দুলসালামের পুত্র মো: নুরুল ইসলাম, চট্টগ্রামের জামাল খান এলাকার মৃত হাজি জহুর আহমদের পুত্র মো: মোজাফ্ফর মিয়া প্রমুখ।
এ সময় পুলিশ অভিযান চালিয়ে অন্যস্থান থেকে একটি কার জব্দ করে থানায় নিয়ে আসে। গাড়িটির নম্বর চট্ট-মেট্রো-ক ১১-০৬২৩।
জানা গেছে, গত ১৫ আগস্ট একটি ইয়াবার বিশাল চালান খালাস করে মেয়রের নিকট আত্মীয় সালাহউদ্দিন। রাতে চালানটি খালাস করার পর মেয়রেরই পরিবারের অপর সদস্য মৃত আমান উল্লাহর ছেলে ফরহাত ও তার বাহিনী অস্ত্রের মহড়া দিয়ে খালাস হওয়া সালাউদ্দিনের ওই ইয়াবার বিশাল চালানটি ছিনতাই করে বড় মহেশখালীর মুন্সিরডেইলে তার বন্ধু সোহাগের হেফাজতে নিয়ে যায়।
পরে মেয়র মকছুদ মিয়ার মধ্যস্থতায় নগদ টাকার বিনিময়ে ফরহাতের নিয়ন্ত্রণ থেকে চালানটি পুনরায় ইয়াবা পাচারকারী সালাউদ্দিনের হেফাজতে নিয়ে আসে।
এ খবর সর্বত্র ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় প্রশাসনে। পুলিশ প্রথমে ভোরে মুন্সিরডেইলের সোহাগের বাড়িতে অভিযান চালায়। পরে পুলিশ পৌরসভার আ.লীগ নেতা মেয়র মকছুদ মিয়া এবং তার নিকটাত্মীয় যুদ্ধাপরাধী মামলায় পলাতক মৌলভী জকরিয়ার পুত্র সালাউদ্দিনের বাড়িতে অভিযান চালায়।
পুলিশ ওই বাড়ি থেকে একটি গাড়ি নিয়ে ইয়াবা পাচারের জন্য অপেক্ষায় থাকা ৫ জনকে গ্রেফতার করেছে। অন্যস্থান থেকে জব্দ করেছে একটি গাড়ি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহমদ ভুইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ ও সার্কেল এএসপি মাসুদ আলমের নেতৃত্বে এই অভিযান চলে।
উল্লেখ্য, নতুন ডিজাইনের গাড়িটি মহেশখালী উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে ঘুরাফেরা করলে সাধারণ মানুষের মাঝে সন্দেহ সৃষ্টি হয়। অবশেষে মানুষের সন্দেহটাই সত্যের দিকে অগ্রসর হচ্ছে।