রাজশাহী: দুর্গাপুর উপজেলায় পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণে শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার আমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধরা হলেন- উপজেলার আমগ্রাম এলাকার সালেহা বেগম (৪২), শিশু রিয়া খাতুন (১০), রুপিয়া বেগম (৩৫), পামেলা বেগম (৩৫) ও আঞ্জুয়ারা বেগম (৩৩)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর ১২টার দিকে বাড়ির অদূরে মাঠে গরু চরাতে নিয়ে যান উপজেলার আমগ্রাম এলাকার আব্দুর রহমানের স্ত্রী সালেহা বেগম (৪২)। এসময় সালেহা বেগম বাড়িতে চলে আসেন। দুপুর ২টার দিকে হালকা বৃষ্টি ও বিকট শব্দ হলে গরু আনতে মাঠে গিয়ে দেখেন তার গরুটি মৃত অবস্থায় পড়ে আছে। তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে যান সেখানে। প্রায় ২০ মিনিট পর ঘটনাস্থলের কাছেই থাকা একটি বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হলে ট্রান্সফর্মারের তেল ও যন্ত্রাংশ ছিটকে নিচে থাকা লোকজনের ওপর পড়তে থাকে।
এ সময় সালেহা বেগমসহ ওই এলাকার বেলাল হোসেনের শিশু কন্যা রিয়া খাতুন (১০), মৃত কলিম উদ্দিনের স্ত্রী রুপিয়া বেগম (৩৫), আয়ুব আলীর স্ত্রী পামেলা বেগম (৩৫) ও আঞ্জুয়ারা বেগম (৩৩) নামের এক নারীসহ ৫ জন দগ্ধ হয়।
তারা আরো জানান, প্রথম দফায় ট্রান্সফরমারে বিস্ফোরণ হলে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে জানানো হয়। কিন্তু পরবর্তীতে আবারও ওই লাইনে সংযোগ দেওয়া হলে ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়ে ভস্মীভূত হলে আগুন ছড়িয়ে পড়ে।
রাজশাহী পল্লীবিদ্যুত সমিতির দুর্গাপুর জোনাল অফিসে যোগাযোগের চেষ্টা করা হলেও কেই তাদের ফোন রিসিভ করেননি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান