সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র ও বিএনপি নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেছে পৌর এলাকার দরগাপাড়া মহল্লায় পৌরসভার কাউন্সিলর লিয়াকত আলীর স্ত্রী রুমা হোসেন।
সোমবার রুমা হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ১০ ধারায় মামলাটি দায়ের করেন।
শাহজাদপুর থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, শাহজাদপুর পৌর মেয়র ও উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে রুমা হোসেনকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলো। এ বিষয়ে অভিভাবকদের পক্ষ থেকে একাধিকবার নিষেধ করা হলেও সে আরও ক্ষীপ্ত হয়ে উঠে।
রোববার রাত সাড়ে আটটার দিকে বাড়ির পাশে হানিফের বাড়িতে যাওয়ার সময় রাস্তার গলির মধ্যে রুমাকে একা পেয়ে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় রুমার চিৎকারে লোকজন এগিয়ে আসলে মেয়র দ্রুত মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।
গৃহবধূ রুমা হোসেন সাংবাদিকদের জানান, নজরুল একজন লম্পট ব্যাক্তি। ফোনেও সে প্রায়ই আমাকে নানাভাবে উত্ত্যক্ত করতো। কয়েকদিন পূর্বে আমাকে জোর করে তুলে নিয়ে যাবে বলেও হুমকি দেয়। সে কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা করতে বাধ্য হলাম।
এ বিষয়ে নজরুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হানিফের বাড়িতে উক্ত গৃহবধূর সঙ্গে এক ছেলে মেলামেশা করছে এমন খবর আমাকে মুঠোফোনে জানানো হয়। আমি যাওয়ার পর ওই ছেলেকে মারধর করে ঘর থেকে বের করে দেই, একই সঙ্গে তাকেও চর থাপ্পর দেই। এ ঘটনায় সে ক্ষীপ্ত হয়ে অন্যায়ভাবে আমাকে আসামী করে মামলা করেছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম মামলা ও ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান