জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে সাহাদ (১০) নামে এক শিশু হোটেলে কাজ করতে রাজি না হওয়ায় তার দু’চোখের ভ্রু ও মাথার চুল কেটে বিকৃত করে দেয়ার ঘটনায় হোটেল মালিক, কর্মচারী ও সেলুন মালিককে আটক করেছে পুলিশ ।
শনিবার সন্ধ্যায় পৌর সদরের কলেজ মসজিদ সংলগ্ন মেগা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনাটি ঘটে। সাহাদ আলী আক্কেলপুর তুলসীগঙ্গা নদীর শহর রক্ষা বাঁধের ওপরের সাখিদার পাড়া মহল্লার সহর আলীর ছেলে।
পুলিশ ও সাহাদের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকালে মেগা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পুনরায় কাজ করতে বলায় সে কাজ করতে রাজি না হওয়ায় সাহাদকে কৌশলে হোটেলের ভেতরে ডেকে নিয়ে আটক করে রাখে ওই হোটেল কর্মচারী রুবেল। পরে সাহাদকে ওই হোটেলের পার্শ্বে অবস্থিত সুমনের সেলুনে নিয়ে গিয়ে জোর করে তার দু’চোখের ভ্রু ও মাথার চুল বিকৃত করে কাটিয়ে দেয়।
ওই অবস্থায় সাহাদ বাড়িতে গিয়ে তাকে হোটেলের লোকজনের নির্যাতন করার বিষয়টি অভিভাবকদের খুলে বলে। সব শুনে তার অভিভাবক ও আত্মীয়-স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ অভিভাবকরা সন্ধ্যার দিকে ওই হোটেলের সামনে গিয়ে জোর করে সাহাদের দু’চোখের ভ্রু ও মাথার চুল কেটে দেয়ার তীব্র প্রতিবাদ জানাতে থাকে।
এরই একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি থানা পুলিশকে জানালে তাৎক্ষণিক পুলিশ গিয়ে ওই হোটেলের মালিক আব্দুল মতিন, কর্মচারী রুবেল ও সেলুন মালিক সুমনকে আটক করে।
উল্লেখ্য, ফায়াদ কিছু দিন আগে ওই হোটেলে কাজ করেছিল।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, হোটেল মালিকসহ ৩ জনকে আটক করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান