চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মরদানায় আধিপত্য বিস্তারের জের ধরে হামলায় রবিউল ইসলাম(২৭) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে।
শনিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার বেলা ১২ টার দিকে পৌর এলাকার মর্দানা চকপাড়া গ্রামের নজু মুন্নার ছেলে রবিউল ইসলাম জমিতে কাজ করার সময় একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে তাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে বিকেল সোয়া ৫টার দিকে সে মারা যায়।
এ ঘটনার জন্য স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান কমিশনার আব্দুস সালাম তার প্রতিপক্ষ সাবেক পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম পাশবানকে কে দায়ী করেছেন। মোবাইল ফোনে সালাম অভিযোগ করেন, সম্প্রতি পাশবানের লোকজন মরদানায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং এলাকায় বোমার মজুদ গড়েছে। আর এ কারনেই কয়েকদিন আগে এক শিশু বোমায় গুরুতর আহত হয় এবং শনিবার তার কর্মী রবিউলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।