বাংলার খবর২৪.কম : সোমবার বসছে দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। যদিও অধিবেশনের মেয়াদ এখনো নির্দ্ধারিত হয়নি। তবে এ অধিবেশন বেশ সংক্ষিপ্ত হবে বলেই জানা গেছে। শুরুর দিন বিকেল ৪টায় সংসদ ভবনে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। এরআগে গত ১১ আগস্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ সচিবালয় সূত্র জানায়, এটি অনেকটা আনুষ্ঠানিকতা রক্ষার অধিবেশন। শুধুমাত্র কয়েকটি বিল পাশ ছাড়া এই অধিবেশনে তেমন কোনো কাজ নেই। এজন্য অধিবেশনের মেয়াদও হবে খুব সংক্ষিপ্ত। এক সপ্তাহ থেকে ১৫ কার্য দিবস পর্যন্ত চলতে পারে তৃতীয় অধিবেশন।
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ গত সপ্তাহে জানান, সংবিধান অনুযায়ী এক অধিবেশন হতে পরবর্তী ৬০ দিনের মধ্যে অধিবেশন বসার একটা বাধ্যবাধকতা ব্যারিয়ার রয়েছে। মূলত সেজন্যই এই অধিবেশন। এটি অত্যন্ত সংক্ষিপ্ত হবে। এরপর নভেম্বরে একটি অধিবেশন রয়েছে। তবে সব কিছু নির্ভর করছে অধিবেশন বসার আগে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের উপর। তিনি বলেন, আসছে অধিবেশনে কয়েকটি বিল রয়েছে যেগুলো পাশ করা জরুরি। এছাড়া কিছু বিল আছে কমিটিতে প্রেরণ করা হবে। এরবাইরে মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর থাকবে। তবে কোনো জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় থাকলে সেটি নিয়ে অবশ্যই আলোচনা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান