মাদারীপুর : সুমাইয়া ও হ্যাপী হত্যাকাণ্ডের ঘটনার রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। ওই দুই স্কুল ছাত্রী হত্যার ঘটনায় স্তম্ভিত জেলাবাসী। হত্যাকাণ্ডের রহস্য এখনো অন্ধকারে। বিগত দিনে মাদারীপুরে একাধিক নৃশংস ঘটনা ঘটলেও এ ধরণের নৃশংসতার নজির নেই। প্রশাসনের পক্ষ থেকে এখনও নিশ্চিত করে বলা হয়নি দুই স্কুল ছাত্রীর নিহতের কারণ। তবে পুলিশ প্রশাসন প্রাথমিকভাবে ধারণার ভিত্তিতে কথা বলছেন। যদিও সুমাইয়া ও হ্যাপী’র পরিবারের পক্ষ হতে দাবি করা হচ্ছে, ধর্ষণের পরেই জোরপূর্বক বিষ খাইয়ে হত্যা করা হয় তাদের।
তবে মর্মান্তিক এ হত্যাকাণ্ডের মূল কারণ দুইদিনেও উদ্ধার করতে পারেনি কেউ। রহস্য উদ্ঘাটনে মাঠে রয়েছে পুলিশ ও সিআইডি। শুক্রবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য সালমা বেগম ও রহিমা বেগম নামে ২ মহিলাকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট ৪ জনকে আটক করা হলো। তবে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ৭ জনকে আসামি করে হত্যা মামলা আমলে নিয়েছে পুলিশ। গঠন করা হয়েছে ৫ সদস্য তদন্ত কমিটি।
শুক্রবার সকাল থেকে এলাকা অনুসন্ধানকালে দেখা গেছে, দুই পরিবারের আহাজারীতে বাতাস ভারি হয়ে উঠেছে, চারদিকে শুধু শোকের ছায়া। গ্রামের মানুষের মধ্যে চাপা ক্ষোভের পাশাপাশি আতঙ্কও বিরাজ করছে। ভয়ে কেউ মুখ খুলছে না। তবে দু’একজন কথা বললেও তাদের মনে রয়েছে ভয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মস্তফাপুর বাজারের দর্জি দোকানদার সূর্য বেগম বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে আমি দোকানে এসে চিৎকারের শব্দ শুনে তাকিয়ে দেখি দু’টি ছেলে দু’টি মেয়েকে অচেতন অবস্থায় কোলে তুলে ভ্যানে নিয়ে যাচ্ছে।’ আরেক প্রত্যক্ষদর্শী দোকানদার জাহাঙ্গীর নাগাসী বলেন, ‘বিকেলে আমি দেখি দু’টি ছেলে দু’টি অসুস্থ মেয়েকে ভ্যানে তুলে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে’।
নিহত সুমাইয়ার মা আসমা বেগম বলেন, ‘আমার এক সুমাইয়া মারা গেছে। যদি ঘটনার সঙ্গে জড়িতদের বিচার হয় তাহলে হাজারো সুমাইয়া বেঁচে যাবে। আমি ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার সুমাইয়ার মতো আর কোন মেয়েকে যেন অকালে প্রাণ হারাতে না হয়’। নিহত হ্যাপীর চাচী কেয়া বেগম ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শুক্রবার সকালে মস্তফাপুর গ্রামের সন্দেহভাজন রানার মা সালমা বেগম এবং ফজলুল কবিরের ছেলে মেহেদির মা রহিমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সদর থানার পুলিশ। ঘটনার পর থেকেই মেহেদি ও রানাসহ পরিবারের অন্যান্য সদস্য পলাতক রয়েছে।
মাদারীপুর সদর থানার সেকেন্ড অফিসার ফায়েকুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে একই গ্রামের রাণা নামে এক ছেলের সঙ্গে নিহত ওই দুই স্কুল ছাত্রী সুমাইয়া ও হ্যাপীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এরই জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তিনি আরো জানান, মস্তফাপুর গ্রামের সৈকত খলিফার ছেলে রাণার সঙ্গে দুই বান্ধবীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টি প্রাথমিকভাবে আমাদের কাছে ত্রিভূজ প্রেমের ঘটনা বলে মনে হচ্ছে। তিনি আরো জানান, দুই স্কুল ছাত্রী সুমাইয়া ও হ্যাপীকে হাসপাতালে নিয়ে আসা দু’যুবকই হচ্ছে মেহেদি ও রাণা। বৃহস্পতিবার আটককৃত শিপন ও রাকিব জিজ্ঞাসাবাদে জানিয়েছে, মেহেদি ও রাণা নিহত দুই স্কুল ছাত্রীকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে দেখে তারা হাসপাতালে আসে।
মাদারীপুর মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান খান বলেন, ‘১০ আগস্ট থেকে সুমাইয়া ও হ্যাপী স্কুলে আসেনি’। তিনিও এ ঘটনার বিচার দাবি করেছেন।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিকুল ইসলাম রাজিব জানান, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, এঘটনায় জড়িত সন্দেহে মস্তফাপুর গ্রামের আক্তার দর্জি ছেলে রফিকুল ও কদ্দুস শিকদারের ছেলে শিপনকে আটক করা হয়েছে। রাতে রানার মা ও মেহেদীর মাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে। আমরা বিভিন্ন লোকেশন ও ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক ধারণা করছি, রানার সঙ্গে হ্যাপী ও সুমাইয়া বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়া ছবি তোলা ও চিঠি আছে। যা নেয়ার জন্য রানার কাছে গিয়েছিল হয়তো তা না দেয়ায় কারণে দু’জনই বিষ পান করে আত্মহত্যা করেছে।
মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার হোসেন ঘটনাস্থল, হ্যাপী, সুমাইয়ার পরিবার ও এলাকা পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে ধারণা করছি- প্রেম ঘটিত, অভিমান অথবা জমি-জমা সংক্রান্ত বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষে সঠিক কারণ বলা যাবে। তিনি বলেন, মেডিকেল রির্পোট পাওয়ার পর আমারা সঠিকভাবে জানতে পারবো আসলে ধর্ষণের পর হত্যা নাকি পরিকল্পিত হত্যা। আর হত্যাকারী যেই হোক না কেন তাকে বিচারের আওতায় আনা হবে। বিকেলে সদর থানায় ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে নিহত সুমাইয়ার পিতা বেল্লাল শিকদার। এছাড়া সুষ্ঠু তদন্তের জন্যে ৫ সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে। যাতে কোন নিরীহ ব্যক্তি হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার (১৪) ও তার সহপাঠি প্রতিবেশী মস্তফাপুর গ্রামের হাবিব খার মেয়ে এবং ওই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী হ্যাপি আক্তার (১৪) নিখোঁজ হন। বিকালে অচেতন অবস্থায় ৪ যুবক ওই দুই ছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে রেখে দুইজন পালিয়ে যায়। নিহতের পরিবালের লোকেরা লোকমুখে খবর পেয়ে হাসপাতালে গিয়ে সুমাইয়া ও তার বান্ধবী হ্যাপীর লাশ দেখতে পায়। পুলিশ সন্ধ্যায় হাসপাতাল এলাকা থেকে শিপন ও রফিক নামে দুই যুবককে আটক করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান