সিলেট: সিলেট মদনমোহন কলেজের ছাত্রলীগকর্মী আবদুল আলী হত্যা মামলা গ্রেফতার আঙ্গুর মিয়াকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
শুক্রবার বিকেলে তাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (তৃতীয়) আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালতের বিচারক আনোয়ারুল হক আসামির তিন দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আঙ্গুর মিয়ার বাবার নাম হারুনুর রশিদ। সুনামগঞ্জের দোয়ারাবাজারের নিয়ামতপুর গ্রামে তাদের বাড়ি। তিনি মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার মামলার প্রধান আসামি প্রণজিৎ দাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নিহত আব্দুল আলীর বাবা আলখাছ মিয়া বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় প্রণজিৎসহ পাঁচ জনকে আসামি করে হত্যা মামলা (নং-১১(৮)১৫) দায়ের করেন। পুলিশ প্রণজিৎ ও আঙ্গুর মিয়াসহ হত্যাকা-ে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করে। তবে হত্যাকা-ে ব্যবহৃত ছোরাটি এখনও উদ্ধার করতে পারেনি বলে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানিয়েছেন।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে বিরোধের জের ধরে মদনমোহন কলেজ ক্যাম্পাসে নিজ দলের কর্মী আবদুল আলীকে ছুরিকাঘাত করে প্রণজিৎ দাস ও তার সহযোগীরা। পরে আলীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পর বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।