রামগঞ্জ, (লক্ষীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিঘা গ্রামের মৃত আনোয়ার হোসেনের বির“দ্ধে সোমবার তদন্তকারী কর্মকর্তা চাঁদাবাজির মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। বিষয়টি নিয়ে এলাকাতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ বাজার¯’ একটি হোটেলে সংবাদ সম্মেলনে গ্রামবাসী বা”চু মিয়া বলেন, পূর্ব বিঘা গ্রামের মৃত কালা মিয়া শেখের পুত্র সামসুল ইসলাম একই বাড়ির মৃত আ. রশিদের পুত্র মোজাম্মেল হোসেনের পৈতৃক সম্পত্তি জবর-দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে লক্ষ্মীপুর ম্যাজিস্ট্রেট আদালতে ৭ জনকে আসামি করে একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন। ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে কাঞ্চনপুর উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের নিকট পাঠালে উক্ত শিক্ষক গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিস করেন। শালিসে বাদী ২নং বিবাদী মোজাম্মেল হোসেনের কাছে ১,৪৮,০০০/- (এক লক্ষ আটচল্লিশ হাজার) টাকা পাওয়ার দাবি করেন। পরবর্তীতে উভয়পক্ষের স্বাক্ষীদের স্বাক্ষীতে ও কাগজে পত্রে ৩৩,০০০/- (তেত্রিশ হাজার) টাকা প্রমানিত হয়। এ অব¯’ায় শালিসগণ জুড়ি বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত দেয় বাদীকে ২নং বিবাদী ২০,০০০/- (বিশ হাজার) টাকা পরিশোধ করার জন্য। কিš‘ ২নং বিবাদী মোজাম্মেল হোসেন শালিসগণের ধার্য্যকৃত টাকা সময়মত পরিশোধ করে নাই। এতে ক্ষিপ্ত হয়ে তদন্তকারী কর্মকর্তা প্রধান শিক্ষক রফিকুল ইসলাম শালিস অমান্যকারী ২নং বিবাদী ছাড়াও পূর্ব শত্রুতার জের ধরে নিরীহ নিরাপরাধী অন্য আসামীদের নামে মিথ্যা তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করেন। এদের মধ্যে পূর্বেই মামলার ৩নং আসামি আনোয়ার হোসেন বার্ধক্যজনিত কারণে মারা যান।
শিরোনাম :
রামগঞ্জে মৃত ব্যক্তির নামে চাঁদাবাজির প্রতিবেদন!
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৯:৪৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫
- ১৪৬১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ