ঢাকা : প্রাজ্ঞ রাজনীতিক ও বরেণ্য সাংবাদিক আনোয়ার জাহিদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেছেন, একজন কর্মযোগী দেশপ্রেমিক ও প্রাজ্ঞ রাজনীতিকের নাম আনোয়ার জাহিদ। জাতীয়তাবাদী রাজনীতিতে কর্মের মাধ্যমে একটি জাতিকে জাগিয়ে তুলতেন যিনি, তিনিই জননেতা আনোয়ার জাহিদ। আধিপত্যবাদী ও সা¤্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এক প্রবলপ্রাণ বিদ্রোহীর নাম আনোয়ার জাহিদ।
আজ শুক্রবার বিকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘প্রাজ্ঞ রাজনীতিক ও বরেণ্য সাংবাদিক আনোয়ার জাহিদের ৭ম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে জননেতা আনোয়ার জাহিদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক ও স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মুহম্মদ রহমাতুল্লাহ‘র সভাপতিত্বে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণ পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব এম.এম. আমিনুর রহমান, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, স্বাধীনতা ফোরাম সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ বাবুল, স্মৃতি সংসদের মোঃ আনোয়রুল ইসলাম, হাফিজ ইকরামউল্লাহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে আবু নাসের মুহম্মদ রহমাতুল্লাহ বলেছেন, জননেতা আনোয়ার জাহিদ আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের তূর্যবাদক এক সেনানির নাম। জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক রাজনীতির চেতনার এক সংহত রূপের নাম আনোয়ার জাহিদ। অসমাপ্ত স্বাধীনতা-মুক্তি সংগ্রামের জন্য দেশবাসীকে জাগিয়ে যাবার চেষ্টা করেছেন আমৃত্যু। তিনি জাতীয়তাবাদী, দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির মানবতার পক্ষে দাঁড়িয়েছেন, কথা বলেছেন আর কলম ধরেছেন। তিনি বলেছেন, রাজনৈতিক বিশ্বাসের ক্ষেত্রে আপোষহীন আনোয়ার জাহিদকে ধারন করতে হবে আজকের ও আগামী প্রজন্মের রাজনিিতর স্বার্থে।
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, বাংলাদেশের রাজনীতর বহুমাত্রিক প্রতিভার এক উজ্জলতম নক্ষত্রের নাম জননেতা আনোয়ার জাহিদ। বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তি ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তির বৃহত্তর ঐক্যই যে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, পতাকা-মানচিত্র আর ঘনতন্ত্র রক্ষার কবচ তিনি তা আমাদের সামনে উম্মোচন করেছেন। আধিপত্যবাদী শক্তির প্রবল পরাক্রমের সময় আবির্ভূত হয়েও আনোয়ার জাহিদ জাতীয়তাবাদী রাজনীতিতে একটা স্বতন্ত্র পরিচয় নির্মাণে সমর্থ হয়েছিলেন। আমাদের রাজনীতির ধারায় তিনিই প্রজ্ঞাবাণ শিল্পী, যিনি রাজনীতিকে রূপান্তরিত করেছেন শিল্পে।
এম. এম. আমিনুর রহমান বলেছেন, জননেতা আনোয়ার জাহিদের রাজনৈতিক দ্রোহচেতনা ঘুমন্ত জাতীয়তাবাদী শক্তিকে জাগ্রত করতে পারে। আধিপত্যবাদী ও সা¤্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিদ্রোহের জয় পতাকা উড়ানোর স্বপ্ন দেখেছেন আজীবন তিনি।
মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে জননেতা আনোয়ার জাহিদ ছিলেন বন্ধনমুক্ত। তিনি যা বিশ্বাস করতেন তার সাথে বিশ্বাস ঘাতকতা করেননি। স্বাধনিতা-সার্বভৌমত্ব আর জাতীয়তাবাদী রাজনীতির প্রশ্নে কখনো আপোষ করেননি তিনি।
স্মরণসভায় মরহুম আনোয়ার জাহিদের রুহের মাগফেরাম কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শিরোনাম :
আনোয়ার জাহিদের ৭ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় নেতৃবৃন্দ জাতীয়তাবাদী রাজনীতির এক সংহত রূপের নাম আনোয়ার জাহিদ
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ১২:১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫
- ১৪৪১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ