বাংলার খবর২৪.কম: চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংকের কর্মকর্তা তারিক মো. সাইফুল ইসলামকে হত্যার আগে ডিবি অফিস থেকে তার পরিবারকে জানানো হয় রাত ৩টায় তাকে শেষ করা হবে।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের সম্মেলনে যোগ দিয়ে সাইফুল ইসলামের ভাই মটর পার্টস্ ব্যবসায়ী মো. তাওফিুকল ইসলাম এমন অভিযোগ করেন।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০১৪ উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘মৌলিক অধিকার সুরক্ষা কমিটি’ এই আলোচনা সভার আযোজন করে।
তওফিক বলেন, ‘আমার ভাইকে চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংকের গ্রাউন্ড ফ্লোর থেকে ডিবি পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়। পরে শহর থেকে কিছুটা দূরে শশ্মানঘাটে নিয়ে কথিত বন্দুকযুদ্ধের নামে ঠান্ডা মাথায় হত্যা করা হয়। তিনি বলেন, ‘আমরা পরিবারের পক্ষ থেকে ডিবিতে গিয়ে যোগাযোগ করে বলি আপনারা বিচার করেন। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারের রায় দিয়ে দেন। তারপরও ভাইকে বাঁচিয়ে রাখেন। তখন ডিবির পক্ষ থেকে বলা হয়- আপনার ভাইয়ের কোনো সমস্যা হবে না, নিশ্চিন্তে থাকেন। কিন্তু হত্যার আগের দিন আমাকে জানানো হয়- রাত ৩টায় আপনার ভাইকে শেষ করা হবে।’
সাইফুলের ভাই অভিযোগ করে বলেন, ‘আমার ভাই ভিন্ন আদর্শের রাজনীতি করেন এটাই ছিল তার অপরাধ। তিনি সব সময় সমাজের সংখ্যালঘু ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেন। তিনি এলকায় গরীব-দুঃখী মানুষে প্রিয় ছিলেন, এটাই তার অপরাধ।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান