ডেস্ক: ভারতের ঝাড়খণ্ডের সড়ক দুর্ঘটনায় ১৩ জন পূণ্যার্থী নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জন নারী।
এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন।
শুক্রবার সকালে জামশেদপুর থেকে ৪০ কিলোমিটার দূরে ৩৩ নম্বর মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, একটি পিকআপ ভ্যানে করে পুরী থেকে তীর্থ করে বাড়ি ফেরার সময় চৌকা নামে একটি এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনার পর সেরাইকেলা-খারসন জেলার পুলিশ সুপার ইন্দ্রজিৎ মাহাথা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সংবাদমাধ্যম জানাচ্ছে, ১১ জন পূণ্যার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান।
আহতদের স্থানীয় এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতদের সবার বাড়ি বিহারের সিভানের অন্দ্রবাজারে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান