জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বামনী গ্রামের জিয়ারুল ইসলামের ষষ্ঠ শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা (১২) কে ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দেয়ার অপরাধে বর ও কনের বাবা, কাজী ও সাক্ষী সহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আক্কেলপুল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোলাম মো: শাহনেওয়াজ এ দণ্ড প্রদান করেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- আক্কেলপুর উপজেলার বাসিন্দা মৌলভী মো: ওমর আলী, বরের বাবা দিনাজপুরের বিরামপুর উপজেলার বলরামপুর গ্রামের কফিল উদ্দীন (৫১), কনের বাবা জিয়াউল ইসলাম, সাক্ষী আফজাল হোসেন ও মুকুল।
জরিমানা দণ্ডপ্রাপ্ত বিবাহ রেজিস্টার (কাজী) হলেন- বিনঝাড় দাখিল মাদ্রাসার সুপার মো: আইয়ুব আলী (৪৯)। বর-কনের বাবা ও ২জন সাক্ষী কে ৭ দিনের এবং মৌলভী ওমর আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বিবাহ রেজিস্টার (কাজী) মো: আইয়ুব আলী কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।