কক্সবাজার : টেকনাফের নাফ নদীর নতুন জেটিঘাট এলাকা থেকে ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় জড়িত কাউকেই পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ইয়াবাগুলো উদ্ধার করে।
৪২ বিজিবির অধিনায়ক আবুজার আল জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, টেকনাফের নতুন জেটিঘাট এলাকা থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবাগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল।
তিনি আরো জানান, উদ্ধার ইয়াবাগুলোর মূল্য আনুমানিক ২ কোটি ১০ লাখ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সীমান্ত দিয়ে মাদক ব্যবসায়ীরা ইয়াবাগুলো চোরাই পথে নিয়ে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
-
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান