ডেস্ক: চীন ও পাকিস্তানের মধ্যে দুই বিলিয়ন মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাকিস্তানে জ্বালানি, যোগাযোগ, সমাজ সেবা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোসহ ২০ টি ক্ষেত্রে এই বিনিয়োগ করবে চীন। এনডিটিভি এ তখ্য জানায়।
চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর কারামা-জিনজিয়াং ফোরামের দুইদিন ব্যাপী বৈঠক শেষে বুধবার এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। এ বছরের শুরুতে চীনা রাষ্ট্রপতি পাকিস্তান সফরে এসে পশ্চিম চীন থেকে পাকিস্তানের বেলুচিস্তান পর্যন্ত সড়ক যোগাযোগ স্থাপন করার জন্য ৪৬ বিলিয়ন মার্কিন ডলারের উচ্চাভিলাষী প্রকল্পের ঘোষণা দিয়েছিলেন।
পাকিস্তানের সরকারি সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান জানিয়েছে, জ্বালানি, যোগাযোগ, সমাজ সেবা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের মতো ২০টি চুক্তি চীনের কারামে সরকারি মিলনায়তনে স্বাক্ষর করা হয়।
বৈঠক থেকে পাকিস্তানে বিনিয়োগ করার জন্য ৩৫ টি কোম্পানির একটি কনসর্টিয়াম গঠন করা হয়। আগামী অক্টোবরে বেইজিংয়ে আবার এই ফোরামের বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান