গাজীপুর: জেলার কালীগঞ্জে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই ও বোন মারা গেছে। ঘটনাটি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী (পূর্বপাড়া) গ্রামে ঘটেছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় স্থানীরা পুকুর থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করেছে।
স্থানীয় বাসিন্দা সাত্তার মিয়া জানায়, বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী (পূর্বপাড়া) গ্রামের সেলিম মিয়ার ছেলে সৈকত (৫) ও মনির হোসেনের মেয়ে উর্মি (৬) প্রতিবেশী হযরত আলীর পুকুর পাড়ে খেলা করছিল।
বিকেল সাড়ে ৩টার দিকেও তারা বাসায় না ফেরায় শিশু দুটির পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে এলাকাবাসী ওই পুকুর থেকে মৃত অবস্থায় প্রথমে উর্মিকে এবং পরে সৈকতকে উদ্ধার করে। নিহত শিশু দু’টি সম্পর্কে চাচাত ভাই-বোন। উর্মি স্থানীয় আনন্দ স্কুলের ১ম শ্রেণির ছাত্রী।
কালীগঞ্জ থানার ওসি মোস্তফাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।