বগুড়া: চাঁদাবাজী, নারী নির্যাতনসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক ও কাগইল ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান শফি আহমেদ স্বপনকে পুলিশ গ্রেফতার করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা পুলিশের সেকেন্ড অফিসার এসআই সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল বগুড়া শহরের সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সড়কে মোমিন চা স্টল থেকে শফি আহমেদ স্বপনকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম শীর্ষ নিউজকে জানান, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা স্বপন গাবতলী থানার তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা স্বপনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজী, নারী নির্যাতনসহ বহু অভিযোগে রয়েছে। এর আগে শিবগঞ্জের চন্ডিহারায় একটি বাড়িতে পতিতাসহ আপত্তিকর অবস্থায় আটকের ঘটনায় তাকে চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান