খুলনা : জেলায় এক কাউন্সিলরের ছেলে নজরুল ইসলামকে (২৮) গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত পৌনে ১১টার দিকে যশোর রোডের নতুন রাস্তা মোড়ের কাছে এ ঘটনা ঘটে।
ডেপুটি পুলিশ কমিশনার উত্তর এসএম ফজলুর রহমান জানান, নিহত নজরুল ইসলামের কোমরে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি পাওয়া গেছে।
ডেপুটি পুলিশ কমিশনার এস এম ফজলুর রহমান জানান, নজরুল ইসলাম হেঁটে বাসায় যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ করে গুলি ছোড়ে। একটি গুলি তার কপালে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহতের নামে থানায় একাধিক মামলা আছে। তিনি মাসখানেক আগে জামিনে জেল থেকে মুক্তি পান।
এদিকে দৌলতপুর থানা আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্রে বলা হয়েছে, নিহত নজরুলের বাবা এবং মা আওয়ামী লীগ করেন। দুই বছর আগে তাদের দল থেকে বহিষ্কার করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান