ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিট ভর্তি পরীক্ষায় এবছর 'ইলেকটিভ ইংরেজী' থাকছে না বলে জানিয়েছে ভর্তি সংক্রান্ত কমিটি।
বুধবার এ বিষয়ে জানায় ভর্তি সংক্রান্ত কমিটি।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামি ২৪ আগস্ট থেকে শুরু হবে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তবে প্রথম বারের মত এবার ২য় বার পরীক্ষার সুযোগ ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে অংশ নিতে হচ্ছে শিক্ষার্থীদের।
সভার সিদ্ধান্ত অনুযায়ী খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা “সাধারণ জ্ঞান” ১০ অক্টোবর, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা “অংকন” ১৭ অক্টোবর, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামি ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান