অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী প্রকৌশলী আটক

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহমুদ আলমকে (৪৭) ঘুষের টাকাসহ আটক করেছে কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশন।

আটক প্রকৌশলী মাহমুদ আলম কুষ্টিয়া শহরের থানাপাড়া ছয়রাস্তা মোড়ের মরহুম আব্দুল বারীর ছেলে।

বুধবার বিকেলে শহরের পুরাতন হাসপাতালপাড়ায় অধিদপ্তরের কার্যালয় থেকে পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

আটকের পর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আব্দুল গাফফার বাদী হয়ে একটি মামলা করেছেন।

মামলার বিবরণে জানা যায়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ অন্য হাসপাতালের বিভিন্ন সংস্কারমূলক কাজ করার জন্য ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার মৃত আইয়ুব আলী ম-লের ছেলে ঠিকাদার খাইরুল ইসলাম স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৪৩ লাখ ১৫ হাজার ৮৫০ টাকার সরকারি কাজ শেষ করেন। তিনি ছয়টি কাজের নিরাপত্তা জামানতের টাকা ফেরত চাইলে প্রকৌশলী মাহমুদ আলম দুই লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ১৫ জুলাই ওই ঠিকাদার ঝিনাইদহের ঠিকাদার ইমারত আলীর সামনে এক লাখ টাকা ঘুষ দেন। ঘুষের টাকা নিয়েও জামানতের টাকা ফেরত দেননি সহকারী প্রকৌশলী মাহমুদ আলম। এরপর তিনি ৭ আগস্ট আরও এক লাখ ২০ হাজার টাকা দাবি করে তা বুধবার পরিশোধের দিন ধার্য করেন।

ঠিকাদার খাইরুল ইসলাম প্রকৌশলীর ঘুষ দাবির বিষয়টি দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল গাফফারকে জানান।

বিষয়টি জেনে উপ-পরিচালকের নেতৃত্বে একটি দল প্রকৌশলী মাহমুদ আলমকে হাতেনাতে ধরতে দুপুর থেকে ফাঁদ পাতেন। পরিকল্পনা অনুযায়ী খাইরুল ইসলাম দুদক উপ-পরিচালকের সামনেই ৪৮ হাজার টাকা প্রকৌশলী মাহমুদ আলমকে প্রদান করেন। এ সময় তারা তাকে হাতেনাতে আটক করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন জানান, এ ঘটনায় দুদক উপ-পরিচালক মো. আব্দুল গাফফার বাদী হয়ে একটি মামলা করেছেন।

অভিযুক্ত প্রকৌশলী মাহমুদ আলমকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী প্রকৌশলী আটক

আপডেট টাইম : ০২:৫৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহমুদ আলমকে (৪৭) ঘুষের টাকাসহ আটক করেছে কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশন।

আটক প্রকৌশলী মাহমুদ আলম কুষ্টিয়া শহরের থানাপাড়া ছয়রাস্তা মোড়ের মরহুম আব্দুল বারীর ছেলে।

বুধবার বিকেলে শহরের পুরাতন হাসপাতালপাড়ায় অধিদপ্তরের কার্যালয় থেকে পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

আটকের পর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আব্দুল গাফফার বাদী হয়ে একটি মামলা করেছেন।

মামলার বিবরণে জানা যায়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ অন্য হাসপাতালের বিভিন্ন সংস্কারমূলক কাজ করার জন্য ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার মৃত আইয়ুব আলী ম-লের ছেলে ঠিকাদার খাইরুল ইসলাম স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৪৩ লাখ ১৫ হাজার ৮৫০ টাকার সরকারি কাজ শেষ করেন। তিনি ছয়টি কাজের নিরাপত্তা জামানতের টাকা ফেরত চাইলে প্রকৌশলী মাহমুদ আলম দুই লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ১৫ জুলাই ওই ঠিকাদার ঝিনাইদহের ঠিকাদার ইমারত আলীর সামনে এক লাখ টাকা ঘুষ দেন। ঘুষের টাকা নিয়েও জামানতের টাকা ফেরত দেননি সহকারী প্রকৌশলী মাহমুদ আলম। এরপর তিনি ৭ আগস্ট আরও এক লাখ ২০ হাজার টাকা দাবি করে তা বুধবার পরিশোধের দিন ধার্য করেন।

ঠিকাদার খাইরুল ইসলাম প্রকৌশলীর ঘুষ দাবির বিষয়টি দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল গাফফারকে জানান।

বিষয়টি জেনে উপ-পরিচালকের নেতৃত্বে একটি দল প্রকৌশলী মাহমুদ আলমকে হাতেনাতে ধরতে দুপুর থেকে ফাঁদ পাতেন। পরিকল্পনা অনুযায়ী খাইরুল ইসলাম দুদক উপ-পরিচালকের সামনেই ৪৮ হাজার টাকা প্রকৌশলী মাহমুদ আলমকে প্রদান করেন। এ সময় তারা তাকে হাতেনাতে আটক করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন জানান, এ ঘটনায় দুদক উপ-পরিচালক মো. আব্দুল গাফফার বাদী হয়ে একটি মামলা করেছেন।

অভিযুক্ত প্রকৌশলী মাহমুদ আলমকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।