সিলেট : সিলেট মদনমোহন কলেজের ছাত্রলীগ কর্মী আবদুল আলী (১৯) হত্যার দায় স্বীকার করেছেন ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি ছাত্রলীগ কর্মী পূর্ণজিৎ দাস (২১)।
বুধবার রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে এ তথ্য জানান তিনি।
আলীকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করে এ সময় তিনি বলেন, ব্যক্তিগত বিরোধের জের ধরে তাকে ছুরিকাঘাত করেছেন তিনি।
এর আগে, বিকেলে দক্ষিণ সুরমা থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসে পুলিশের স্পেশাল টিম। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খুনের ব্যাপারে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, তদন্তের স্বার্থে আপাতত কিছু বলা সম্ভব নয়।
পূর্ণজিৎ দাসের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশের একটি সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে (১১ আগস্ট) কলেজ ক্যাম্পাসের রসায়ন বিভাগের ভবনের দ্বিতীয় তলায় বারান্দার বেঞ্চে বসা নিয়ে ছাত্রলীগের বিধান গ্রুপের কর্মী আলী ও পূর্ণজিৎ এর মধ্যে কথা কাটাকাটি হয়। এদিন আলীকে হুমকি দিয়ে পূর্ণজিৎ বলেন ‘তোকে চেনাব’।
পরদিন একই স্থানে এসে বেঞ্চে বসা দেখে আলীকে চড়-থাপ্পড় মারে পূর্ণজিৎ সহ তার সঙ্গীরা। একপর্যায়ে তাকে টেনে হিঁচড়ে সিড়ি দিয়ে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুল হামিদের কক্ষের সামনে এনে ছুরিকাঘাত করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোশারফ হোসেন জানান, মরদেহের বাপ পাশে বুকে দুটি ও পেটে দুটি ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেয়ার পর তাকে পাঁচ ব্যাগ রক্ত দেয়া হলেও বাঁচানো যায়নি।
আটক পূর্ণজিৎ মদনমোহন কলেজের ব্যবসায় শিক্ষা অনুষদের অনার্স ১ম বর্ষের ছাত্র। তিনি চিত্তরঞ্জন দাশ ও বিনা রানী দাসের ছেলে। সিলেটের ওসমানী নগর উপজেলার ব্রাহ্মণশাসন গ্রামে তাদের মূল বাড়ি হলেও বর্তমানে সদর উপজেলার খাদিমপাড়া শাহপরান খিদিরপুর এলাকায় বসবাস করেন।
এর আগে, একই ঘটনায় রুহুল কান্তি দে বাসু (২৪) নামে আরেক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশ।