ডেস্ক: চীনের উত্তরাঞ্চলের বাণিজ্যিক শহর তিয়ানজিনে পণ্য গুদামে একটি বিস্ফোরক দ্রব্যের চালান গুদামে নেয়ার সময় বড় ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। প্রাথমিকভাবে ৩ শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেলেও এর সংখ্যা ৪ শতাধিক ছাড়িয়েছে বলে জানা গেছে।
স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিস্ফোরণে সৃষ্ট আগুনের শিখায় আকাশ আলোকিত হয়ে যায়। এ সময় কাছাকাছি অবস্থিত বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণের পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, দুই জন দমকল কর্মী নিখোঁজ রয়েছেন বলে জানায় চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
চীনা রাজধানী বেইজিং দক্ষিণ-পূর্বের একটি প্রধান পোর্ট এবং শিল্প এলাকা হচ্ছে তিয়ানজিন।