ডেস্ক : আফগানিস্তানে তালেবানদের হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার দেশটির হেলমান্দ প্রদেশের মুসা কালা জেলায় ওই হামলা চালানো হয়। আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, তালেবান যোদ্ধারা পুলিশের পোশাক পড়ে এবং পুলিশের গাড়ি নিয়ে একটি পুলিশ কম্পাউন্ডে ঢুকে পড়ে এবং এলোপাতারি গুলি চালায়। এতে ১৪ পুলিশ সদস্য নিহত হয়। এ সময় পুলিশ সদস্যদের অস্ত্র নিয়ে যায় হামলাকারীরা।
তিনি জানান, এরপর হামলাকারীরা অপর একটি পুলিশ ক্যাম্পে হামলা চালায় এবং এক পুলিশ সদস্যকে হত্যা করে।
তালেবানদের এক মুখপাত্র ক্বারী ইউসুফ আহমাদি গণমাধ্যমে পাঠানো বার্তায় দুই অফিসারসহ ১২ পুলিশ সদস্য নিহত এবং তাদের অস্ত্র নিয়ে যাওয়ার দাবি করে।