ডেস্ক : উইকিলীকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অসাঞ্জের বিষয়ে সুইডেনের সঙ্গে আলোচনায় বসতে রাজী হয়েছে একুয়েডর।
জুলিয়ান অসাঞ্জ লন্ডন একুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নিয়ে গত তিন বছর ধরে সেখানেই বসবাস করছেন।
যৌন অপরাধের মামলায় বিচারের মুখোমুখি করার জন্য সুইডেন জুলিয়ান অসাঞ্জকে তাদের দেশে নিয়ে যেতে চাইছে।
জুলিয়ান অসাঞ্জ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
সুইডেন তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন জুলিয়ান অসাঞ্জ। উইকিলীসক ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের বহু অতিগোপনীয় সামরিক ও সরকারি নথি ফাঁস করে দেয়ার পর যুক্তরাষ্ট্রের রোষের মুখে পড়েন তিনি।
সুইডেনের বিচার দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন, একুয়েডরের সঙ্গে যদি একটা সমঝোতায় পৌঁছানো যায় তাহলে জুলিয়ান অসাঞ্জকে নিয়ে দুদেশের মধ্যে অচলাবস্থার একটা সুরাহা হবে।
জুলিয়ান অসাঞ্জের বিরুদ্ধে যে চারটি যৌন অপরাধের অভিযোগ আনা হয়েছে তার তিনটির মেয়াদ আগামী কয়েকদিনের মধ্যেই সুইডেনের আইন অনুযায়ী তামাদি হয়ে যাবে।
সূত্র: বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান