ঢাকা : সংসদ সদস্য পদ থাকবে কি না এ বিষয়ে শুনানির জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
চিঠিতে আগামী ২৩ আগস্ট ইসিতে এ দুজনকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
রোববার ইসির উপসচিব (আইন শাখা) সেলিম মিয়া স্বাক্ষরিত চিঠিটি আশরাফুল ইসলাম ও লতিফ সিদ্দিকীর কাছে পাঠানো হয়।
এর আগে, বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিউদ্দীন আহমদ অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনা করে শুনানির দিনক্ষণ ঠিক করেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, ‘আমরা দুজনের বক্তব্যও শুনবো। এর পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
দল থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বাতিলের পদক্ষেপ নিতে স্পিকারের কাছে আওয়ামী লীগের চিঠি যাওয়ার পর আশরাফ ও লতিফের লিখিত বক্তব্য নেয়া হয়।
গত ২ আগস্ট ইসিতে পাঠানো চিঠিতে লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য বাতিলের পক্ষে দলের অবস্থান তুলেন সৈয়দ আশরাফ। তবে আওয়ামী লীগের সিদ্ধান্ত ‘ভুল’ দাবি করে ইসির শুনানিতে বিষয়টির নিষ্পত্তি না করে স্পিকারের কাছে পাঠানোর অনুরোধ জানান লতিফ সিদ্দিকী।
মূলত ২৩ আগস্ট আশরাফ ও লতিফের বক্তব্য শোনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। দুজনকে সিদ্ধান্ত জানিয়ে দেয়ার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারকে চিঠি পাঠানো হবে।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে মহানবী (সা.), হজ ও তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তির কারণে বিভিন্ন মহলের দাবির মুখে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি দল থেকেও বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
লতিফকে বহিষ্কারের আট মাস পর বিষয়টি জানিয়ে আওয়ামী লীগের পাঠানো চিঠি গত ৫ জুলাই স্পিকার শিরীন শারমিনের হাতে পৌঁছায়। লতিফের সংসদ সদস্য পদ থাকবে কিনা, তা মীমাংসার জন্য আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেন স্পিকার।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান