নেত্রকোনা : নেত্রকোনায় নাসিমা আক্তার তাহেরাকে (৪৫) এসিড ছোড়ার দায়ে বাবা-ছেলে দু’জনকে আটক করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টায় তাদের আটক করা হয়।
এরা হলেন, তাহেরার স্বামী বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য এসএম সুরুজ মিয়া (৭০) ও তার ছেলে যশোর বিজিবি’র ২৬ ব্যাটালিয়নের কর্মরত ল্যান্স নায়েক জাহাঙ্গীর ফিরোজ খোকন (২৮)।
জানা যায়, রাতে পারিবারিক বিরোধের জেরে ছেলে খোকন তার সৎ মা তাহেরাকে এসিড নিক্ষেপ করে। পরে স্থানীয়দের সহযোগীতায় এসিডদগ্ধকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
তাহেরার অপর এক ছেলে লিটন (২২) জানান, তার মা বেসরকারি সংস্থা নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির আশ্রয় প্রকল্পের কেয়ার টেকার হিসেবে কাজ করেন। দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিরোধ চলে আসছিল। আজ ঘটনার রাতে হঠাৎ সৎভাই খোকন স্বাবলম্বী অফিসে ঢুকে তার মাকে এসিড ছুঁড়ে মারে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান