ডেস্ক : জাতিসংঘে কন্যা সন্তানদের প্রতিনিধি হলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। আজ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে বিগ বি তার সমস্ত ভক্তদের ‘ডটারস উইকে’র শুভেচ্ছা জানিয়ে বলেছেন, একটি পরিবারের গর্ব সেই পরিবারের কন্যা সন্তান। তিনি মনে করেন, যেকোনো বাবা-মায়ের কাছে তার কন্যা সন্তান হওয়া উচিৎ তাদের অনুপ্রেরণা।
৭২ বছর বয়সি বলিউড তারকার একটি মেয়ে ও দুটি নাতনি আছে। তার মেয়ে শ্বেতা এবং নাতনি নভ্য নাভেলি ও আরাধ্যাকে নিয়ে তিনি গর্বিত, টুইটারের মাধ্যমে একথা জানিয়েছেন বিগ বি।
কন্যা সন্তান প্রসঙ্গে টুইটারে তার অনুভূতি জানাতে গিয়ে বিগ বি বলেন, একজন মেয়েকে অনেক সময়ই ‘বেটা’ বলে ডাকা যায়। কিন্তু কখনোই একজন ‘বেটা’কে ‘বেটি’ বলে ডাকা যায়না। তিনি মনে করেন বর্তমান যুগে মেয়ে মানে চিন্তা নয়। একটি মেয়ে দশজন ছেলের সমান। তাই টুইটারে সকলকে ‘ডটারস উইকে’র শুভেচ্ছা জানিয়ে তিনি প্রত্যেক বাবা-মা যাদের কন্যা সন্তান আছে, তাদের গর্বিত হতে বলেছেন।
মাস খানেক আগেই বাবা-মেয়ের সম্পর্কের রসায়ন নিয়ে তৈরি হয়েছিল বিগ বি আর দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পিকু’। সেখানেই দেখা গিয়েছিল একজন মেয়ে কীভাবে সামলান তার বাবাকে।
এ প্রসঙ্গেই অমিতাভের বক্তব্য, হতে পারে আমাদের মেয়েরা ক্ষণিকের জন্য আমাদের হাত ধরে, কিন্তু হৃদয়ে থেকে যায় সারা জীবনের জন্য। তার কাছে মেয়ে হলো ভগবানের পাঠানো দূত।
অভিনেত্রী জয়া বচ্চনকে বিয়ে করেছেন বিগ বি। তাদের দুটি সন্তান অভিষেক এবং শ্বেতা। অভিষেক বিয়ে করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান